প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৫, ২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৩, ১:৩৭ পূর্বাহ্ণ
নীলফামারীতে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের নিয়ে পুলিশের মত বিনিময়।
নীলফামারীতে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের নিয়ে পুলিশের মত বিনিময়।
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।
নীলফামারী থানার আয়োজনে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা মুলক মতবিনিময় করেছে নীলফামারী জেলা পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে শহরের প্রাণ কেন্দ্রে এ.আর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নীলফামারী থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর, এ.আর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ আব্দুর রউফ রউফুল প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় সভায় স্কুলগামী ছাত্র-ছাত্রীদের বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন ধরনের সচেতনতা মুলক আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.