স্টাফ রিপোর্টার
নীলফামারী জেলা কারাগারে সাজা ভোগ শেষে রোকসানা খাতুন (২২) নামে এক নারীকে সেলাই মেশিন দেয়া হয়েছে। সোমবার দুপুরে (৮সেপ্টেম্বর) কারাগার প্রাঙ্গণে ওই নারীকে সেলাই মেশিন প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। নীলফামারী জেলা কারাগারের সুপার রফিকুল ইসলাম, সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন।
রোকসানা খাতুন রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা আশ্রয়ন এলাকার আল মামুদের স্ত্রী। কারাগার সুত্র জানায়, একটি মাদক মামলায় দুই বছর তিন মাসের সাজা হয়েছিলো নীলফামারীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। ৮ সেপ্টেম্বর তার সাজা শেষ হয়। কারাগারের সুপার রফিকুল ইসলাম জানান, ২০২৩ সালের ৯ই আগস্ট কারাগারে আসেন ওই নারী। কারাগারে থাকাকালীন সেলাই প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয় সে। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, কারাগার থেকে বের হওয়ার পর তিনি যেন হতাশ না হয়ে পড়েন সেজন্য পুর্নবাসন কর্মসুচির অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়। ডিসি বলেন, এর ফলে অর্থনৈতিক ভাবে উপকৃত হবেন তিনি। এরআগেও যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের পুর্নবাসন কর্মসুচির অংশ হিসেবে ইলেকট্রিক ভ্যান প্রদান করা হয়েছিলো।