নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বর কে পছন্দ না হওয়ায় এক স্কুল ছাত্রীর আত্মহত্যা করেছে।ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা মাগুড়া ইউনিয়নের দর্জিপাড়া গ্রামে। স্কুল ছাত্রীর নাম শাবানা আক্তার (১৪) পিতা মৃত ছালেক উদ্দিন। সে মাগুড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। মেয়ের দাদি হামিদা বেগম ও এলাকাবাসী জানান,গত বুধবার রংপুর জেলার হাজীরহাট এলাকার শরীফুল ইসলাম নামে এক ছেলের সঙ্গে তার মতের বিরুদ্ধে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়। গত কাল অভিমান করে সবার অজান্তে ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।তার মা তাসলিমা বেগম ঘরে ঢুকে এ অবস্থা দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে লাশ নামান এবং স্থানীয় লোকজন থানায় খবর দেন। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় এর সাথে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। মাগুড়া ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান মিটু বলেন, ঘটনাটি শুনেছি। মেয়ে নাবালিকা হওয়ায় কোনো অভিযোগ না থাকায় দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে।