প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ৬:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ১:৩৬ পূর্বাহ্ণ
নীলফামারীর জলঢাকায় হাট ইজারাদারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন
জলঢাকায় হাট ইজারাদারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের আনছার হাট বাজার ইজারাদার মোস্তাফিজুর রহমান মুশফিক এর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজনে করেন হাট ইজারাদার ও ব্যাবসায়ীবৃন্দ। আজ ১৬ ই নভেম্বর বিকাল ৪ টার সময় হাট বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন করা হয়েছে। এসময় উক্ত হাট ইজারাদার মোস্তাফিজুর রহমান মুশফিক লিখিত বক্তব্যে বলেন,শৌলমারী ইউনিয়নের আনছারহাট বাজারে দীর্ঘ ৩ বছর যাবত সুনামের সহিত হাট বাজার পরিচালনা করে আসতেছি। কিন্তু গত কিছু দিন আগে আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহলের প্ররোচনায় বাছ বিচার না করে আমার বিরুদ্ধে অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচার করা হয়। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারই পরিপেক্ষিতে আজকের এই সংবাদ সম্মেলন। এবং যারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সংবাদ সম্মেলন শেষে সরেজমিনে আনসার হাট বাজারের কিছু ব্যবসায়ীগনের সাথে কথা বললে মোঃ নবিউল বলেন দীর্ঘ তিন বছর থেকে আনসার হাটের যারা নিয়ে মুশফিকুর রহমান সুন্দরভাবে হাট পরিচালনা করতেছে কোন সমস্যা হচ্ছে না।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.