প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৬:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ণ
নীলফামারীর জলঢাকায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
জলঢাকায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।
নীলফামারীর জলঢাকায় রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কৃষি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার আবু ফাত্তাহ্ মোঃ রওশন কবীর,পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,কৃৃৃষাণ-কৃষাণীবৃন্দ,ছাত্র-ছাত্রী ও সাংবাদিকবৃন্দ। উদ্ববোধনী অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,সরকার পরিকল্পিত উপায়ে চাষাবাদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। কম পরিমাণ জমিতে কিভাবে অধিক ফসল ফলানো যায় সে বিষয়ে কৃষি বিভাগ ভূমিকা রেখে চলেছে। আলোচনা সভা শেষে অতিথিরা কৃষি মেলার ১৬ টি স্টল পরিদর্শন করেন।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.