বুধবার ১৩ নভেম্বর বিকাল ৪ ঘটিকায় জলঢাকা থানা, নীলফামারীর আয়োজনে জলঢাকা থানা চত্বরে কমিউনিটি পুলিশিং মত বিনিময় সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নীলফামারী মোহাম্মদ মোর্শেদ আলম। পুলিশ সুপার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কথা শোনেন এবং নীলফামারী জেলাকে চুরি, জুয়া, মাদক ও বাল্য বিবাহ সহ সকল ধরনের অপরাধ নির্মূল করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
পুলিশ সুপার আরও বলেন নীলফামারী জেলা পুলিশ জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর, এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী-সার্কেল) নীলফামারী,মোঃ জাহাঙ্গীর আলম মন্ডল, অফিসার ইনচার্জ, জলঢাকা থানা, নীলফামারী,মোঃ আব্দুর রহিম, ইন্সপেক্টর তদন্ত, জলঢাকা থানা, নীলফামারী। এছাড়াও সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।