নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ মারুফ সেন্ট হাউজে অতিরক্ত দামে মসলা বিক্রি, ক্রয় ও বিক্রয়মূল্যের রশিদ না থাকায় ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুসারে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বঙ্গবন্ধু সড়কস্থ বিসিক শিল্পনগরীর পাশে অবস্থিত কাঁচা লঙ্কা নামে এক রেস্টুরেন্টে খাবারে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোস ও কৃত্রিম রং ব্যবহার এবং বাসি খাবার সংরক্ষণের অপরাধে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।