মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। রবিবার ০৫ নভেম্বর২০২৩ কিছু রাজনৈতিক দল কর্তৃক ঘোষিত ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নীলফামারী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ডিউটি এবং সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন করেন নীলফামারী জেলার পুলিশ সুপার মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা । এসময় পুলিশ সুপার মহোদয় বাস ও ট্রাক মালিক এবং শ্রমিক সংগঠনের সাথে কথা বলেন । এছাড়াও পুলিশ সুপার বিভিন্ন ডিউটি পোস্ট, চেকপোস্ট ও গুরুত্বপূর্ণ পয়েন্ট (কালিতলা কেন্দ্রীয় বাস টার্মিনাল, সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল) সার্বিক পরিদর্শন করেন। জেলার কোথাও যাতে অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব না হয় সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষার ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি করে সতর্কতার সাথে ডিউটি পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী ; লেঃ কর্নেল আসাদুজ্জামান হাকিম, বিএসপি,পদাতিক, নীলফামারী ব্যাটালিয়ন, (৫৬ বিজিবি); লেফটেন্যান্ট কমোডর মেহেদী হাসান, সিপিসি-২ নীলফামারী; মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল নীলফামারী ,কল্লোল কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল নীলফামারী, হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, জেলা কমাড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নীলফামারী মোঃ খালিদ হাসান, ডিডি, এনএসআই নীলফামারী।