প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৫, ২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৩, ৭:৫৭ অপরাহ্ণ
নীলফামারী বিআরটিএ অফিসে দুদকের অভিযান
নীলফামারী বিআরটিএ অফিসে দুদকের অভিযান।।
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।। নানান অনিয়ম ঘুষ দূর্নীতির অভিযোগে নীলফামারী বিআরটিএ অফিসে অভিযান চালালেন দুদক। ১১ সেপ্টেম্বর দুপুরে রংপুর বিভাগীয় দুদকের সহকারী পরিচালক হোসাইন শরীফ এর নেতৃত্বে ৫ সদস্যর অভিযানিক দল নীলফামারী বিআরটিএ অফিসে এসে অফিস সহকারী শাহিন, নারায়ণ গোস্বামী, মাসুমা আকতার এর মোবাইলে বিভিন্ন বিকাশ নম্বরে টাকার হদিস পান। সেগুলো তাৎক্ষণিক জব্দ করেন। উপস্থিত লাইসেন্স আবেদনকারী হোসেন মিয়া, আবুবক্কর আলী বলেন এখানে যত অনিয়ম ঘটে মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘটকের ইশারায় ঘটে। দুদকের অভিযানিক ৫ সদস্যের দল বিআরটিএ অফিসের অনেক ত্রুটি খুঁজে পান। এ সময় বিআরটিএ উপ-পরিচালক ফারুক আলম সাংবাদিকদের বলেন, নসিবে যা আছে তাই হবে, আমরা দূর্নীতি করেছি আপনারা নিউজ করেন, কিছু হবেনা আমার। পত্রিকায় ও টিভিতে খবর আসবে সকলে দেখবে, দেখা পর্যন্ত শেষ কিছু হবেনা আমার
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.