প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ১২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৪, ২০২৫, ৩:৪৭ পূর্বাহ্ণ
নেতাজীর জন্ম উৎসব কমিটির পরিচালনায়, নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম দিবস পালিত
নেতাজীর জন্ম উৎসব কমিটির পরিচালনায়, নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম দিবস পালিত হলো।
""সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম "" কলকাতা বু্রো"
২৩ শে জানুয়ারী বৃহস্পতিবার, ঠিক সকাল আটটায়, বরানগর নেতাজী পার্ক ও গোপাল লাল ঠাকুর রোডের সংযোগস্থলে,
বীর সৈনিক নেতাজী জন্ম উৎসব কমিটির পরিচালনায় এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামকৃষ্ণ পাল ও প্রাক্তন কাউন্সিলর সরমা পালের উদ্যোগে,
প্রতিবছরের ন্যায় এ বছর তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন, ২৩ শে জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারি পর্যন্ত,
আর আজ নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম দিবস পালন করলেন জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে,
একইভাবে ৭৬তম প্রজাতন্ত্র দিবস ২৬ শে জানুয়ারী পালন করবেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংসদ ও অধ্যাপক সৌগত রায়, বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক বিধানসভার নির্মল ঘোষ,
সাংসদ রাজ্যসভার দোলা সেন, খাদ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার রথীন ঘোষ, বরানগর পৌরসভার পৌর প্রধান শ্রীমতী অপর্ণা মৌলিক, উদ্যোক্তা রামকৃষ্ণ পাল ও সরমা পাল আহ্বায়ক সঞ্জয় কৃষ্ণ পাল,
এছাড়া উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার সকল সদস্য, সদস্যাগণ ,পৌরপ্রধান পরিষদ, তৃণমূলের সকল কাউন্সিলর গন, এলাকার সকল মহিলা বৃন্দ। যে সকল অতিথিরা উপস্থিত ছিলেন,
তাহাদের সকলকে উত্তরীয় ব্যাচ পড়িয়ে, হাতে পুষ্পস্তবক, শাল ও মিষ্টি দিয়ে সম্মান জানান। এবং অনুষ্ঠানটি শুভ সূচনা হয় একটি সংগীতের মধ্য দিয়ে, আজ জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর বিভিন্ন অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
নেতাজীর জন্মদিন উপলক্ষে একটি ৪ কিলোমিটারের পুরুষ ও মহিলাদের দৌড় প্রতিযোগিতা সকাল সাড়ে আটটায় শুরু হয়, এবং প্রত্যেক গ্রুপের পাঁচজন করে প্রতিযোগীকে সম্মানিত করেন,
এছাড়াও দুপুরে অঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যায় পুরস্কার বিতরণ, নৃত্য অনুষ্ঠান ও সঙ্গীতা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। ২৫শে জানুয়ারী জাতীয়তাবাদী আন্দোলনের সাথে যুক্ত, আজ যারা নাই , তাদের পরিবারদের মরণ উত্তর দান করবেন।
২৬ শে জানুয়ারী সকাল সাড়ে আটটায় একইভাবে জাতীয় পতাকা উত্তোলন, সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠান, এরপর স্বাধীনতা সংগ্রামীদের বরণ ও গুণীজন সংবর্ধনা, সর্বশেষে ইন্দ্রজাল অনুষ্ঠান।
আজকের এই অনুষ্ঠানকে সাধুবাদ জানান উপস্থিত অতিথিবৃন্দরা, তাহারা বলেন এই নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামকৃষ্ণ পাল মহাশয়,সাড়াবছর বিভিন্ন কর্মযজ্ঞে মেতে থাকেন, শুধু জন্মদিন মনীষীদের পালন করেননি,
বহু সমাজ সেবামূলক কাজ করে থাকেন, আজও তিনি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, অসহায় মানুষের হাতে ৫০টি কম্বল তুলে দিলেন। সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে উদ্যোক্তা রামকৃষ্ণ পাল বলেন,
এটা কখনোই আমার একার পক্ষে করা সম্ভব ছিল না , যদি সবার সহযোগিতা না থাকতো, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বলেই, আমি বিভিন্ন কাজ করতে পারি, সকলকে আমার কৃতজ্ঞতা জানায়,
আগামী দিনে এইভাবে পাশে থাকলে আরো কিছু করতে পারবো।
""সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম """ কলকাতা বু্রো"
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.