নগর সংবাদ।। আশিকুর রহমান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রচারণায় হামলা, ককটেল বিষ্ফোরন ও গাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে। উক্ত অভিযোগটি করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী খারনৈ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী সিরাজুল হক চাঁন মিয়া দেওয়ানীর বিরুদ্ধে।
রোববার বিকেল ৩টার দিকে উপজেলা প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এবিএম সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন খারনৈ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমীন শেখ, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম।
উক্ত সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এবিএম সিদ্দিক বলেন, শনিবার রাতে তার কর্মীরা উপজেলার সুন্দরীঘাট স্কুল মাঠে ওয়ার্ড যুবলীগের নৌকার নির্বাচনী প্রচারণা করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে স্বতন্ত্রপ্রার্থী খারনৈ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক ও আআওয়ামীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল হক চানমিয়া দেওয়ানীর সমর্থকরা তাদের উপর হামলা চালিয়ে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ ব্যপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।