প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৪, ৭:৪৩ অপরাহ্ণ
নেয়াখালীর সুবর্ণচরে মাছের পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
নোয়াখালীর সুবর্ণচরে মাছের পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে মাছের আহরোণত্তর পরিচর্যা এবং সংরক্ষণ পদ্ধতি বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করেন।
বুধবার সকালে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট এর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (ডিপিডি) ফারহানা লাভলী। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসাবে ছিলেন ও নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ ফয়জুর রহমান। প্রশিক্ষণে ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উপপরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ওমর ফারুক, মেরিন ফিসারিজ অফিসার শফিউল ইসলাম ও ক্ষেত্র সহকারী আব্দুল হালিম । প্রশিক্ষণে সমুদ্রগামী ৫ ব্যাচে ১২৫ জন জেলে প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সম্পন্ন হয়। এতে মৎস্যজীবী মাঝি, সারেং ও বোটের মালিক অংশ নেন।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.