প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
নেশার টাকার জন্য মাকে অকথ্য ভাষায় গালিগালাজ, বাধা দেওয়ায় প্রতিবেশীকে কুপিয়ে জখম
নেশার টাকার জন্য মাকে অকথ্য ভাষায় গালিগালাজ, বাধা দেওয়ায় প্রতিবেশীকে কুপিয়ে জখম
স্টাফ রিপোর্টার।। নেশার টাকার জন্য নিজের মা কুসমি (৫০) অকথ্য ভাষায় গালিগালাজ করছিল ছেলে কমল রবিদাস (২৪)। বিষয়টি শুনতে পেয়ে প্রতিবেশী গীতা রানি (৬০) তাদের বাড়ির সাথে বাড়ি হওয়ায় পরিবারে যুবতী মেয়ে থাকায় বাধা দেওয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে কমল রবিদাস সহ তার মা এবং তার বোন প্রতিবেশী গীতা রানীকে তার বাড়ির সামনে এসে হুমকি ধামকি দিতে থাকে এবং মারধর করতে থাকে নিজের স্ত্রীকে মারধোর করতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে গেলে কমল রবিদাসের হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে পতিরাম রবিদাসের মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয় রক্ত বের হতে থাকে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.