প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৩, ২:০৭ পূর্বাহ্ণ
নোয়াখালীতে নবীপুর ইউনিয়নের বিএনপির অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান।
নোয়াখালীতে নবীপুর ইউনিয়নের বিএনপির অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান।
নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়ন বিএনপির অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। কুতুবের হাটে নৌকার প্রার্থী মোরশেদ আলমের পথসভায় তারা আওয়ামী লীগে যোগ দেন। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মতে, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের উন্নয়নে ‘অভিভূত’ হয়ে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় প্রার্থী হয়েছেন মোরশেদ আলম। আওয়ামী লীগে যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন নবীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফায়েল আহম্মেদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান ও বর্তমান সভাপতি আবুল খায়ের। যোগদানকারী নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নৌকা মার্কার প্রার্থী সংসদ সদস্য মোরশেদ আলম। নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, স্থানীয় সংসদ সদস্য মোরশেদ আলমের উন্নয়ন কর্মকাণ্ডে ‘অভিভূত’ হয়ে বিএনপির অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বিএনপি নেতাকর্মীদের যোগদানের সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাহার উল্যাহ, শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের, নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল্ল্যাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন জানতে চাইলে নবীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন উল্লাহ বলেন, যোগদানকারী ব্যক্তিরা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের অনুসারী। তারা কী কারণে দল পরিবর্তন করেছেন, সেটা তারাই ভালো বলতে পারবেন।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.