প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৫, ৭:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৩, ১০:২২ অপরাহ্ণ
নোয়াখালীতে ৪৫ বছরের বর ১১ বছরের কনেকে বিয়ে করতে গিয়ে কারাগারে
নোয়াখালীতে ৪৫ বছরের বর ১১ বছরের কনেকে বিয়ে করতে গিয়ে কারাগারে
নোয়াখালী প্রতিনিধি :মুজাহিদুল ইসলাম সোহেল
নোয়াখালীর বেগমগঞ্জে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সী এক শিশুকে বিয়ে করতে আসেন ৪৫ বছর বয়সী মো. আলাউদ্দিন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে আমানুল্লাহপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে দণ্ডপ্রাপ্ত বর আলাউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীর আরাফাত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীর আরাফাত বলেন, চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিশুকে চট্টগ্রাম থেকে বাড়িতে এনে গোপনে বিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে বিয়ে করতে আসা বরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৮ বছরের আগে স্কুলছাত্রীকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়। অভিযানে বেগমগঞ্জ মডেল থানা পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করেন।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.