প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৫, ৬:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৭, ২০২৩, ২:২৩ পূর্বাহ্ণ
নোয়াখালীর সুবর্ণচরে গরুসহ চোর চক্রের তিনসদস্য আটক
নোয়াখালীর সুবর্ণচরে গরুসহ চোর চক্রের তিনসদস্য আটক
মুজাহিদুল ইসলাম সোহেল
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে গ্রামবাসীর সহযোগিতায় তিনটি চোরাই গরু ও চোর চক্রের তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতের কোন এক সময় চরজব্বার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড এলাকা থেকে চুরির ঘটনা ঘটে এবং শনিবার দুপুরে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে তিনজন উপজেলা এলাকার বাসিন্দা। তাঁরা হলেন, চরজব্বার ইউনিয়ন পরিষদের চরপানা উল্যাহ গ্রামের নুরুদ্দীনের ছেলে শরীফ হোসেন ওরফে কসাই শরীফ(৩৫), একই এলাকার ৬ নং ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে মো আলা উদ্দিন (২৫),ও চররশিদ গ্রামের তাজল হকের ছেলে মো শাহ আলম(৩০)।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার চরজব্বার ইউনিয়নের চররশিদ গ্রামের কৃষক আম্বিয়া খাতুনের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়। আশপাশের সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান।পরে জানতে পারে আশের কসাই শরীফ হোসেনের বাড়িতে তিনটি গরু আছে। তিনি সেখানে গিয়ে নিজের গরুটি সনাক্ত করে এলাকার ইউপি সদস্য ও চেয়ারম্যানকে জানান। পরে ইউপি সদস্য ও চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদে কসাই শরীফ কোন সন্তোষজনক উত্তর দিতে না পারায় গরুগুলিসহ চোরদের থানা পুলিশে সোপর্দ করেন।
পরে থানা পুলিশের কাছে গ্রামের আরও অনেক বাড়ির গোয়াল ঘর থেকে গরু চুরির ঘটনা প্রাথমিকভাবে স্বীকার করে ।
পুলিশ চোরদের শনিবার দুপুরে আদালতে ফেরত করেন।
চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, আটক সবাই পেশাদার গরু চোর। গরু চুরির জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করত।পরে গরু গুলো ভোররাতে জবাই করে বাজারে মাংস বিক্রি করতে। এই ঘটনায় গরুর মালিক আম্বিয়া খাতুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সে মামলার প্রেক্ষিতে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.