প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৩:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৫, ১০:২২ অপরাহ্ণ
নোয়াখালীর সুবর্ণচরে দুইটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন
নোয়াখালীর সুবর্ণচরে দুইটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন,
মুজাহিদুল ইসলাম সোহেল
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে তিন ফসলি জমিতে নির্মাণাধীন অবৈধ দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় ইটভাটাগুলোকে ২ লক্ষ টাকা করে জরিমানা করা হয়। এতে ওই ভাটার কিলন ও চিমনি ভেঙে অকেজো করে পোড়ানো ইট গুটিয়ে দেওয়া হয়েছে। তবে এই ইটভাটার মালিক বলছেন তাদের হাইকোর্টের রীট রয়েছে।
বুধবার দুপুরে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় চরজুবিলী ইউনিয়নের চরব্যাগ্যার আল্লাহদান ব্রিক ম্যানুফ্যাকচারিং ও চরজব্বার ইউনিয়নে আলিফ ব্রিকসে এ অভিযান চালানো হয়।
নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ওই অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন।
পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে তিন ফসিল জমিতে কার্যক্রম চালাচ্ছিল ব্রিকস ফিল্ড । তাদের বার বার তাগিদ দেওয়ার পরও আইনের বিষয়টি তোয়াক্কা করেননি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন,পরিবেশের ক্ষতি করে এমন কোনো স্থাপনার কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না বলেও জানান অধিদপ্তরের এ কর্মকর্তা। অভিযানে পরিবেশ অধিদপ্তর, জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, চরজব্বার থানা পুলিশসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, হাইকোর্টের রীট কাগজ তৈরি করে এই ইট ভাটা পরিচালনা করে আসছে আল্লাহদান ম্যানুফ্যাকচারিং ও আলিফ ব্রিকস এর মালিক।
আল্লাহদান ম্যানুফ্যাকচারিং ব্রিকস মালিক আলো মাঝি জানান,তার সকল কাগজ সঠিক বলেছেন তিনি হাইকোর্টের রীট করেছেন। এতে তার দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.