প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ৬:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৩, ৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর সুবর্ণচরে নকল ডিটারজেন্ট ও মেশনি জব্দ
নোয়াখালীর সুবর্ণচরে নকল ডিটারজেন্ট ও মেশনি জব্দ
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে নকল ডিটারজেন্ট, মেশিন, রাসায়নিক পাউডার ও নকল কলম তৈরির মেশিন জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানায় থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চর আলা উদ্দিন গ্রামের হাজী ইব্রাহিম মার্কেট এলাকার প্রবাসী নূর নবীর বাড়ির একটি ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, প্রবাসী নূর নবীর বাড়ির একটি ঘরে দীর্ঘদিন ধরে কয়েকজন অসাধু ব্যক্তি নকল ডিটারজেন্ট পাউডার তৈরি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে ওই বাড়িতে অভিযান চালায় চরজব্বার থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের
পেয়ে পালিয়ে যায় ওইস্থানে থাকা লোকজন। পরে ঘটনস্থল থেকে ভেজাল ডিটারজেন্ট তৈরির একটি মেশিন, প্যাকেট তৈরির দুটি মেশিন, একটি দেশীয় তৈরি নকল কলম তৈরির মেশিন, ভেজাল ডিটারজেন্ট পাউডার ৩০০ প্যাকেট, ভেজাল রিম ডিটারজেন্ট পাউডার ২০০প্যাকেট, ডিটারজেন্ট তৈরির কাজে ব্যবহৃত সাদা রাসায়নিক পাউডার অনুমান দুই হাজার কেজি জব্দ করা হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, জব্দকৃত মালামাল তালিকা করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.