
নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা লোকমান হোসেন সাগরকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মাইজদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার হওয়া লোকমান হোসেন সাগর(২৯),উপজেলার চরজব্বার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সমিতির বাজারে এলাকার বাসিন্দা মহিউদ্দিনের ছেলে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলার যুগ্ন আহবায়ক এবং বেসরকারি ব্যাংক মার্কেন্টাইল এর অফিসার পদে কর্মরত ছিলেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন মিয়া ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া লোকমান হোসেন সাগর এর সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক। তাকে চরজব্বার ডিগ্রি কলেজে নাশকতা পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিভাগের আরও খবর...