শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৩:২৬
শিরোনামঃ
সমুদ্রপথে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ-৩১০ জন বাংলাদেশে ফিরল। ফটো সাংবাদিক রফিক উদ্দিনের মৃত্যু -নগর সংবাদের শোক।। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনুস কে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন।। বি এন পি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না: রিজওয়ানা চৌহালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাংবাদিক সৈকতের পিতার মৃত্যুতে -নগর সংবাদ পরিবারের শোক। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে-প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ইঙ্গিত-বিএনপির শীর্ষ নেতাদের কণ্ঠে। নোয়াখালীতে আনসার ভিডিপি ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেপ্তার ছোট- খাটো ঘটনা ঘটলে থানায় যেতে হবেনা,গ্রাম আদালতে সমাধান সম্ভব- ডিসি মোঃ রায়হান কবির

নোয়াখালীর সুবর্ণচরে বন্যার্তদের মাঝে ত্রাণ নিয়ে  দাঁড়ালো কেন্দ্রীয় ছাত্রদল

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৮, ২০২৪, ৮:০৩ অপরাহ্ণ
  • ১১৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নোয়াখালীর সুবর্ণচরে বন্যার্তদের মাঝে ত্রাণ নিয়ে  দাঁড়ালো কেন্দ্রীয় ছাত্রদল

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে বন্যার্তদের মাঝে খাদ্য ও ত্রাণ বিতরণ করছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বন্যার কারণে পানিবন্দি মানুষদের মাঝে এ ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা।  শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দিনভর একাধিকস্থানে খাবার ও ত্রাণ বিতরণ করা হয়।  ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ স্থানীয় জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

 

এছাড়া উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, সহ-সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল,  যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ, যুগ্ম – সাধারণ সম্পাদক নুর উদ্দিন শামীম, যুগ্ন সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সারোয়ার উদ্দিন দিদার,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিক উল্লাহ অশ্রু, জুবিলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছানাউল্লাহ রাসেল ও সুবর্ণচর উপজেলা বিএনপি’র বঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, দেশরত্ন তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের উদ্যোগে বন্যার্তদের মাঝে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, হবিগঞ্জ সহ যে সকল এলাকায় বন্যা দুর্গত সেই সকল এলাকায় আমরা ত্রাণ এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং আমাদের খাদ্য সামগ্রী বিতরণ চলমান থাকবে।  ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বন্যাদুর্গত মানুষকে উদ্ধার, জানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে কাজ করবে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

 

কেন্দ্রীয় নেতাদের নিয়ে গঠিত টিমের সদস্যরা বন্যাকবলিত এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজে সহযোগিতা করছেন। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ সদস্যের (সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক) একটি কেন্দ্রীয় টিম ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলায় কাজ শুরু করেছে। একইসাথে কেন্দ্রীয় সংসদের পাঁচ সদস্যের চারটি টিম বন্যা দুর্গত জেলাগুলোতে কাজ শুরু করেছে। এছাড়া গতকাল থেকে বিভিন্ন জেলা শাখার সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবকে জেলাভিত্তিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। টিমগুলোকে বর্ধিত করে ৫ সদস্যের টিম গঠন করা হয়েছে। বন্যাদুর্গত জেলাগুলোতে সেসব জেলার সুপার ফাইভের নেতৃবৃন্দ একটি টিম হিসেবে কাজ করছে। কেন্দ্রীয় সংসদের পাঁচটিসহ জেলা নেতৃবৃন্দের সমন্বয়ে ১৫টি অর্থাৎ, জাতীয়তাবাদী ছাত্রদলের ২০টি টিম শুক্রবার সকাল থেকে বন্যাদুর্গত মানুষকে উদ্ধার, জানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে সার্বক্ষণিক কাজ করছে। এছাড়াও ছাত্রদলের উদ্যোগে নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা ও হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell