প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৫, ১২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ণ
নোয়াখালীর সুবর্ণচরে রফিকুন-নবী ফাউন্ডেশন বৃত্তি অনুষ্ঠিত
নোয়াখালীর সুবর্ণচরে রফিকুন-নবী ফাউন্ডেশন বৃত্তি অনুষ্ঠিত
মুজাহিদুল ইসলাম সোহেল ।।নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচরে রফিকুন-নবী ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার বিকেলে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরক্লার্ক উচ্চ বিদ্যালয় মাঠে ৬৮জন শিক্ষার্থীর মাঝে এ বৃত্তি দেয়া হয়৷
উপজেলার মোহাম্মদপুর ও চরক্লার্ক ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩য় থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করেন৷
রফিকুন-নবী ফাউন্ডেশনের চেয়ারম্যান চট্টগ্রাম মেট্রোপলিটন পিবিআই'র পুলিশ পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুকের সহায়তায় ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল বাসার, ফেনী গার্লস কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদ, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানা উল্যাহ বিকম, মাওলানা ইসমাইল, নুরুল ইসলাম আজাদ প্রমুখ।
মাওলানা শাহাদাত হোসেন ও তানভীর মাহমুদের সঞ্চালনায় অতিথিরা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ দেয়া হয়৷এতে দুই ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.