সোমবার ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ২:৩৮
শিরোনামঃ
নাটোরে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” উদ্বোধন ফতুল্লায় দম্পতির ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু আমার মাঠ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে-সিনিয়র সচিব ডিবি পুলিশ পরিচয়ে একদল সশস্ত্র ডাকাত বিয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট নারায়ণগঞ্জ সোনার গাঁ মোগরাপাড়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশে পুলিশের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিশ্ব ডাক দিবস পালিত গণতন্ত্রের জন্য সাহসিকতার সঙ্গে লড়ে যাওয়া মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার অর্জনের জন্য অভিনন্দন-নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ২,তম বর্ষের চিত্র প্রদর্শনীর শুভ সূচনা – গ্রাম বাংলার শিশু শিল্পীদের প্রতিভা তুলে ধরতে। ময়মনসিংহে নিখোঁজ হওয়া দুই তরুণীকে গাজীপুর থেকে উদ্ধার করে -পুলিশ।

নৌকা নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে,নারায়ণগঞ্জকে অস্থির করা হচ্ছে-আইভী

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৮, ২০২১, ৮:৩২ অপরাহ্ণ
  • ২৪৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন,  আমি সব সময় চেষ্টা করেছি আপনাদের সাথে মিলে মিশে কাজ করার জন্য। যখনই নেত্রী আমাকে নৌকা দিয়েছে আপনারা আমার পাশে ছিলেন। গত বছরও আপনারা ছুটে এসেছেন এবারো আমাকে সমর্থন দিচ্ছেন। প্রক্ষান্তরে আপনারা নেত্রীর কথা মেনে নিয়ে আমার জন্য কাজ করছেন, অর্থাৎ নেত্রীকে আপনারা সমর্থন দিচ্ছেন। যারা এই সুযোগটা নিলো না আমি মনে করি তারা দলের প্রতি নেত্রীর প্রতি আস্থা প্রকাশ করলেন না। আমাদের দল ভবিষ্যতে যাকে মনোয়ন দিবেন তার পক্ষে কাজ করবো, ইনশাআল্লাহ।

বুধবার (৮ ডিসেম্বর) বিকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই কাকা কথা বলতে গিয়ে আবেগ প্রবন হয়ে গেছে। কারণ বাবু (এমপি নজরুল ইসলাম) তার সকল চেয়ারম্যানদের আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। সে গর্বের সহিত বলছে আমি আমার ইউনিয়নের সকল চেয়ারম্যানদের এখানে নিয়ে এসেছি নৌকাকে পাশ করাতে। সেইখানে হাই কাকা বলতে পারলেন না আমার ইউনিয়নে নৌকা পাশ করেছে বরং নৌকাকে দাবিয়ে রেখে লাঙ্গলকে জিতানো হয়েছে। এর থেকে বড় কষ্ট আর হতে পারে না।

আইভী বলেন, নারায়ণগঞ্জ শহরে আওয়ামী লীগের পদ-পদবীধারী ও জেলা আওয়ামী লীগের পদ নিয়ে আওয়ামী লীগের  মনোনীত সাংসদ সদস্য হয়েও তারা লাঙ্গলকে নারায়ণগঞ্জে পাশ করাচ্ছে। মধ্যরাতে নাটকীয়ভাবে আওয়ামী লীগের প্রার্থী কাজিম উদ্দিনকে পরাজিত করে সেখানে লাঙ্গলকে ঘোষণা করা হয়, এইটা অনেক লজ্জাজনক আমাদের জন্য। আমরা নারায়ণগঞ্জে এগুলো আর চাইনা।

মেয়র বলেন, অতীতেও নাজমা রহমানের ভোট ছিনতাই করা হয়েছে। নৌকার ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, আমরা আর তা চাই না। আজকে এই কথা বলতে বাদ্য হয়েছি যেই নৌকা প্রধানমন্ত্রী আমার হাতে তুলে দিয়েছে সেই নৌকা নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে, বিভিন্ন ভয় ভীতি দেখানো হচ্ছে। নারায়ণগঞ্জকে অস্থির করা হচ্ছে।

এ সময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, রুপগঞ্জের তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য হোসনে আরা বাবলি, আওয়ামী লীগের জাতীয়  পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দীপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, এড. আসাদুজ্জামান, মো. সানাউল্লাহ, আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ  আইভী সমর্থিত আওয়ামীলীগের নেতাকর্মীরা।

পরে জেলা আওয়ামী লীগ, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীসহ আওয়ামী লগের অনেক নেতাকর্মীরা ডা. সেলিনা হায়াত আইভীকে ফুলের শুভেচ্ছা জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell