শুক্রবার (০৫ এপ্রিল) দুপুরে উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের মালের হাট বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিবচর উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের মালেরহাট বাজারে ন্যায্যমূল্যের চালের ডিলার মহিউদ্দিন আহমেদ চাল বিতরণ না করেই দোকানে বিক্রি করে দেন- এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে যান।
এ সময় বস্তা বদল করে চার বস্তা চাল অন্য দোকানে বিক্রি এবং আরও সাত বস্তা চাল বাজারে বিক্রির জন্য সরিয়ে রাখার সত্যতা মেলে। পরে তিনি দোষ স্বীকার করলে আদালত তাকে ১ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া ১১ বস্তায় মোট ১৩৩ কেজি চাল জব্দ করা হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারের ন্যায্যমূল্যে বিতরণের ১১ বস্তা চাল ওই ডিলার সঠিকভাবে বিতরণ না করে নিজ হেফাজতে রেখেছিলেন। এরমধ্যে চার বস্তা চাল বস্তা বদল করে পাশের দোকানে বিক্রিও করেছিলেন।