নগর সংবাদ।।পঞ্চগড় সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে মহিদুল ইসলাম (১৮) নামে চালকের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার সাতমেড়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিদুল সদরের একই ইউনিয়নের সতরংপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে।
জানা গেছে, বিকেলে বানিয়াপাড়া এলাকায় একটি পুকুর থেকে নিজ ট্রাক্টরে মাটি লোড করেন চালক মহিদুল। পথে জগদল-বানিয়াপাড়া সড়কে ওঠার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মহিদুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে যায়। সেখানে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রংপুরে নেওয়ার পথেই মহিদুলের মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বেনজীর আহমেদ ট্রাক্টর চালকের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।