পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩ ,কলকাতা নন্দন ওয়ানে শুভ সূচনা হলো.. .।
এই চলচ্চিত্র উৎসবের শুভ সূচনায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে ডঃ হাছান মাহমুদ ,এমপি ,মাননীয় মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ,। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয়। উপস্থিত ছিলেন জনাব আরমা দত্ত, মাননীয় সাংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ, উপস্থিত ছিলেন চিত্ত পরিচালক গৌতম ঘোষ, এবং যিনি এই চলচ্চিত্র উৎসব পরিচালনা করলেন, সভাপতি ও উপ ও হাইকমিশনার কলকাতা মাননীয় জনাব আনতালিব ইলিয়াস,
উপস্থিত ছিলেন জনাব মহম্মদ ফারুক আহমেদ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অতিরিক্ত সচিব, উপস্থিত ছিলেন শ্রী রঞ্জন সেন প্রথম সচিব প্রেস বাংলাদেশ, এছাড়া উপস্থিত ছিলেন বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী চিত্র পরিচালক প্রযোজক বাংলাদেশ ততসহ কলকাতার। ২৭ শে জুলাই ঠিক বিকেল পাঁচটায় নন্দন ওয়ানে বাংলাদেশের পঞ্চম চলচ্চিত্র উৎসব এর শুভ সূচনা হয় দুই দেশের জাতীয় সংগীত দিয়ে, শুভ সূচনার পর একে একে মঞ্চে উপস্থিত অতিথিদের ফুল উত্তরীয় এবং মোমেন্টো দিয়ে সম্বর্ধনা জানালেন। উপ হয় কমিশনার আনতালিব মহাশয়, এই চলচ্চিত্র উৎসবে ২৪ টি চলচ্চিত্র দেখানো হবে ,
তিন দিন যাবত ২৯, ৩০ ও ৩১ শে জুলাই পর্যন্ত, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাদেশ ও তথ্য সম্প্রচার মন্ত্রী বাংলাদেশের উদ্যোগে এবং ইলিয়াস সাহেবের পরিচালনায় ও কলকাতা তথ্য সংস্কৃতি সহযোগিতায় এই উৎসব সুন্দরময় হয়ে উঠেছে। প্রতিবছরের ন্যায়, শুধু তাই নয় হল ভর্তি দর্শকদের উদ্দেশ্যে বলেন আপনারা একটু সময় দিয়ে এই উৎসবে যে সকল ছবিগুলি দেখানো হবে আপনারাও দেখুন। দেখবেন খুব খারাপ হবে না, আপনারা এই ছবিগুলি দেখলেই আমাদের সার্থকতার রূপ পাবে আমরা আর ও বড় করে যাতে কলকাতায় এই প্রেম উৎসব করতে পারি এবং প্রতিবছর চালিয়ে যেতে পারি তার কামনা করি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং দুই দেশের সম্পর্ককে গড়ে তুলুন। যতই কাঁটাতারের বেড়া থাক আমারা যদি একত্রিত ভাবে চলতে পারি তাহলে কোন কাটার তারি আটকে রাখতে পারবে না, দুই দেশের মেলবন্ধন তৈরি হবে। মাননীয় পরিচালক গৌতম ঘোষ বলেন, আমি অনেক ছবি করেছি এমনকি বাংলাদেশেও গিয়ে কিন্তু এই চলচ্চিত্র উৎসব একটা আলাদা উদ্বেগ এনে দেয়। যেখানে দু’দেশের মেলবন্ধন ঘটে , এছাড়া বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা একসাথে একত্রিত হয়। এবং সেই সকল অভিনেতা অভিনেত্রীদের বেশ কয়েকটি বই এই চলচ্চিত্র উৎসবে ঠায় পায়। আর একটি কথা বলি আমরা বাঙালি বাংলা আমাদের গর্ব তাই বাংলা ভাষাকে কেউ ভুলে যেও না। জাতি যাইহোক ধর্ম যাই হোক ভাষা কিন্তু আমাদের এক। তাই আমাদের বাংলাদেশের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় কলকাতায় আমরা পঞ্চম তম চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে পেরেছি।