প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২১, ৮:৩৮ অপরাহ্ণ
পটিয়ার খালে নিখোঁজ স্কুল ছাএ আদিলের মরদেহ উদ্ধার।
নগর সংবাদ।। চট্টগ্রামের পটিয়ার শিকলবাহা খালে নিখোঁজ স্কুলছাত্র মিজানুল হক আদিলের (১৬) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (৬ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে খালের কালারপোল সেতু এবং ভেল্লাপাড়া ব্রিজের মাঝামাঝি জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিখোঁজ মিজানুল হক পটিয়ার চরকানাই এলাকার মো. ওবাইদুল্লাহর ছেলে। সে স্থানীয় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ। তিনি বলেন, নিখোঁজের একদিন পর শনিবার বিকেলে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর মরদেহটি পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, গতকাল (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে শিকলবাহা খালে বালুবাহী বাল্কহেডের সঙ্গে একটি যাত্রীবাহী নৌকার সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী নৌকায় থাকা অন্য যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হয় স্কুলছাত্র মিজানুল হক।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.