পটুয়াখালী প্রতিনিধি মোঃ আলী হোসেন মোল্লা ।।পটুয়াখালী মহিপুর মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে মাছ ৮০ লক্ষ টাকার মাছ নিয়ে পালিয়ে যাওয়া পাইকার নিলয় পারভেজ বাবলু কে মামলা দায়ের এর ২৪ ঘন্টার মাথায় গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
বুধবার সকাল ৬ টায় ১০ লক্ষ ৫০ হাজার নগদ টাকা সহ ঢাকার ফার্মগেটের সুকতারা আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে মহিপুর থানার এসআই রাসেল সরদারের নেতৃত্বাধীন থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃত মাছ ব্যবসায়ী বাবলু সাতক্ষীরার কলরোয়ার আবজাল হোসেনের ছেলে। এর আগে মহিপুর মৎস্য বন্দর থেকে মাছ ১৬ জন আড়ত মালিকদের কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকার মাছ নিয়ে পালিয়ে যায় বাবলু। পরে স্থানীয় আড়ত মালিক মিজান প্যাদা বাদি হয়ে ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন। আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এমহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:ফেরদৌস আলম খাঁন বলেন,তথ্য প্রযুক্তি ব্যবহার এবং চৌকস অফিসারের সমন্বয়ে তার গতিবিধি এবং অবস্থা সনাক্ত করে আসামি কে গ্রেফতার করা হয়েছে।আসামি বাবলু এখানকার ব্যবসায়ীদের টাকা নিয়ে অস্ট্রেলিয়া পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।