পটুয়াখালী জেলা রিপোর্টার পটুয়াখালী সদর উপজেলাধীন ৩নং ইটবাড়িয়া ইউনিয়নের চাঁন্দুখালী জনতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। মোঃ নাঈম হোসেন গত ১৯/১১/২০২৩ তারিকে দুপুর ১.৩০ তার বিদ্যালয়ে গনিত পরীক্ষা দিয়ে বাড়িতে যাওয়ার সময়। স্থানীয় খেঁজুর তলা বাজারের পশ্চিম পাশে বশির মাঝির বাড়ির সামনে। বিবাদী মোঃ রাশেদুল বয়স (১৭) পিতা মোঃ সোলাইমান মোল্লা সাং পুকুর জানা পোঃ পুকুর জানা উপজেলা ও জেলা পটুয়াখালী সহ আরও অজ্ঞাত ৩/৪ জন পথ রোধ করে তাহার গলা চেপে ধরে, রাশেদুল এর কোমরে থাকা লুকানো চাকু বের করে তাহার গলায় ধরে বলে,তোর কাছে কি আছে তাড়াতাড়ি বের করে দে, নইলে তোরে জীবনের তরে শেষ করে দিব। তাহার হাতে থাকা স্বর্নের আংটি একটি ,যাহার ওজন ৩( তিন ) আনা বর্তমান মূল্য ১৬৮৭৫/ (ষোল হাজার আটশত পচাত্তর ) টাকা তাহার ডান হাত থেকে খুলে দিতে অস্বীকার করায় তখন তাহার মাথায় চাকু দিয়ে আঘাত করে। তখন সে মাটিতে লুটিয়ে পড়ে যায়।তাহার জামার পকেটে থাকা নগদ ১৫০০/ (পনের শত ) টাকা নিয়ে যায় এবং তাহাকে এ বলে সাসিয়ে যায়। এ ঘটনার কথা কাহাকেও বলবি না, যদি বলো তাহলে পরবর্তীতে তোকে জীবনের তরে একেবারে শেষ করে দিব। তাহার ডাক চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে ঘটনা স্থানে আসে স্হানীয় লোকজন তাহাকে পটুয়াখালী সদর