নগর সংবাদ।।পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজ হওয়ার দু’দিন পর আফসানা আক্তার মিম (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের মুশুরীকাঠী স্লইজ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, গত রোববার (২৯ জুন) রাতে মিম কাউকে কিছু না বলে মিম বাসা থেকে বের হয়ে যায়। সে সময় তার মা নানা বাড়িতে ছিলেন এবং তার বাবা ঘরেই ঘুমিয়ে ছিলেন। পরে গত দু’দিন তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয়রা বাড়ির পার্শ্ববর্তী ডোবায় তার মরদেহ দেখতে পায়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শওকত আনোয়ার ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। রহস্য উন্মোচনে তদন্ত চলছে।