নীলফামারীর জলঢাকায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে রুবেল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৭ এপ্রিল) রাত ৯ টার দিকে জলঢাকা-ডোমার সড়কের সলেমানের চৌপতি ও তিনবট মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। রুবেল ডোমার উপজেলার পৌর শহরের চিকনমাটি এলাকার বাবলু রহমানের ছেলে ও ডোমার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর। তিনি স্থানীয় ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকায় সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন থেকে রুবেলের শ্বাশুড়ি অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সোমবার দুপুরে স্থানীয় দুলাল হোসেনকে নিয়ে অসুস্থ শ্বাশুড়িকে দেখতে যান তিনি।
শ্বাশুড়িকে দেখে রংপুর থেকে ফেরার পথে জলঢাকায় ইফতার শেষে ডোমারে উদ্দেশ্যে রওনা দেন। জলঢাকা-ডোমার সড়কের তিনবট এলাকায় তিন পথচারীকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলের ব্রেক চাপলে রংপুর গামী পাথর বাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক রুবেল মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। এসময় বাইকে থাকা আরোহী দুলাল আহত হন। স্থানীয়রা আহত আরোহীকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তিনি সুস্থ আছেন। স্থানীয় শামিউল বলেন, আমি গিয়ে দেখি হাত-পা নড়তেছে রুবেলের । কিন্তু তার মাথায় আঘাত পাওয়ার কারণে প্রচুর রক্ত ক্ষরন হয়। এক দুই মিনিটের মধ্যেই মারা যায়। রাস্তার ওই জায়গায় কয়েকটা ছেলে নিজেরাই দুষ্টামি করতেছিল ওই অবস্থায় তাদের বাঁচাতে গিয়ে এই এক্সিডেন্ট টা হইছে। জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ কবীর, তিনজন পথযাত্রীকে বাঁচাতে গিয়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে কাউন্সিলর রুবেল মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। অপর আরোহী সুস্থ আছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।