চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভির সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে উমারপুরে কৃতিসন্তান মো: বাবুল সরকারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের আদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক পহেলা জানুয়ারী ১-১-২০২৬ তারিখে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ে পদ থেকে অব্যহতি আদেশ প্রত্যহার করায় দলীয় পদ ফিরে পেলেন চৌহালী উপজেলা বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ মো: বাবুল সরকার। তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়ন পরিষদের প্রথম বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রাথী(১৯৯২), সাবেক ৩ বার নির্বাচিত সাধারন সম্পাদক, উমারপুর ইউনিয়ন বিএনপি(১৯৯২-২০০৯), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চৌহালী উপজেলা বিএনপি, সাবেক যুগ্ম আহবায়ক, চৌহালী উপজেলা বিএনপি, সাবেক সহ-সভাপতি, চৌহালী উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ থেকে বাবুল সরকারকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অব্যহতি দেয়ায় অভিনন্দন জানিয়েছেন উমারপুর ও উপজেলার নেতৃবৃন্দ।