প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৩:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২১, ১:২৪ পূর্বাহ্ণ
পপিকে উদ্দেশ্য করে বলেন, নতুনদের বেলায় আমি নিজেই সব করে দেই,গানের বেলায় আমি নিজেই সুর করি-ড. মাহফুজুর রহমান
নগর সংবাদ।।পপি একটা হারামজাদী। খুব খারাপ করেছে সে। একদিন এক সিনেমায় (সাহসী যোদ্ধা) তার মেকআপ ঠিক করে দিয়েছিলাম। এটা নিয়ে সে বলেছে আমি নাকি তার মেকআপম্যান।নিউজ হয়েছে। শয়তান মেয়ে কাজটা খারাপ করেছে। এই হারামজাদীকে যেন এটিএনের ত্রি-সীমানায় না দেখি।’ সোমবার সন্ধ্যায় এটিএন বাংলার কার্যালয়ে চ্যানেলটির সময় ও অসময়ের গল্প সিরিজের নাটকের সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ড. মাহফুজুর রহমান পপিকে উদ্দেশ্য করে বলেন, ‘পরপর ৫টা ছবিতে আমি তাকে নিয়েছি। কিন্তু আমি তাকে মেকআপ করিয়েছি এটা কিভাবে সে ফেসবুকে লিখলো? পপি এর জন্য আমার পা ধরে মাপ চাইছে। আমি তাকে বলেছি, মাপ করবো যদি ক্যামেরার সামনে আমার পা ধরে ক্ষমা চাও। আর দর্শক সেটা দেখবে।’ এ সময় ড. মাহফুজুর রহমান আরো বলেন, ‘আমি সবসময় নতুনদের সুযোগ দিয়ে দেই। নতুনদের বেলায় আমি নিজেই সব করে দেই। গানের বেলায় আমি নিজেই সুর করি, নিজেই গাই, আবার নিজেই মেকাপ করি।’ তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি পপি। তিনি বলেন, ‘বিষয়টা আগে আমি দেখি এরপর মন্তব্য করবো।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.