প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৬, ৫:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৬, ২:২৮ পূর্বাহ্ণ
পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE
পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়—এ এক আত্মিক প্রশান্তির যাত্রা।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো"""
DELUXE APANJAN GUEST HOUSE তারাপীঠ মন্দির সংলগ্ন | দ্বারকা নদীর শান্ত পাড়ে অবস্থিত
পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়—এ এক আত্মিক প্রশান্তির যাত্রা।
সেই যাত্রাকে আরও আরামদায়ক, স্মরণীয় ও বিলাসময় করে তুলতেই—
DELUXE APANJAN GUEST HOUSE।
বিলাসিতা ও স্বাচ্ছন্দ্যের অনন্য সংমিশ্রণ
* সুপরিকল্পিত, প্রশস্ত ও ঝকঝকে পরিস্কার ঘর
* আধুনিক সুযোগ-সুবিধাসহ স
ম্পূর্ণ ঘরোয়া পরিবেশ
* নরম আলো ও শান্ত আবহে আরামদায়ক বিশ্রাম
* অতিথিদের জন্য আন্তরিক, ভদ্র ও যত্নশীল পরিষেবা
* সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম মানের থাকার ব্যবস্থা

সুবিধাসমূহ
* নিরাপদ গাড়ি পার্কিং
* সম্পূর্ণ রান্নার সুব্যবস্থা
* পরিবার ও মহিলাদের জন্য বিশেষ নিরাপত্তা
* মায়ের পুজো ও বিশেষ আরতির সুব্যবস্থা
প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া
* বেলকুনি থেকে দ্বারকা নদীর মনোমুগ্ধকর দৃশ্য
* ভোরের আলো, নদীর হাওয়া আর পাখির কলরবে দিন শুরু
* সন্ধ্যায় শান্ত পরিবেশে আত্মিক প্রশান্তি
বিশেষ আয়োজনের জন্য আদর্শ স্থান
* বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, ভোগ বা অন্যান্য পারিবারিক অনুষ্ঠানের অতিথি আপ্যায়নের সুব্যবস্থা
* দলবদ্ধ তীর্থযাত্রীদের থাকার উপযুক্ত ব্যবস্থা
মায়ের মন্দির মাত্র ৩ মিনিট হাঁটার পথ
দর্শনে যেমন সুবিধা, বিশ্রামে তেমনই নিশ্চিন্ততা।
এমন এক পরিবেশ—

যেখানে একবার এলে, মন চায় বারবার ফিরে আসতে।
আপনার তারাপীঠ যাত্রাকে দিন রাজকীয় স্বাচ্ছন্দ্য ও ভক্তির পূর্ণতা—
DELUXE APANJAN GUEST HOUSE এ আপনাকে সাদর আমন্ত্রণ।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো""
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.