প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৬:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২১, ৫:৩১ অপরাহ্ণ
পরবিক্ত লোভী লম্পট রুনা ,শিখা, নাহিদাকে পরকীয়ায় লম্পটে বিবাহ করে।।সহযোগিতা করেন মির্জা ফয়েজ এলাকাবাসীর অভিমত।
সদর থানাধীন চারার গোপ ,কালীর বাজার এলাকার চিন্হিত লম্পট হাবিবুর রহমান শিমুল ।যেমন সে লম্পট তেমন পরের সম্পদ লুটেরা ।নুরজাহান রুনা কে প্রথম বিবাহ করে ,তার লাম্পটে পরকীয়ার কারনে নুরজাহান হাবিবুর রহমান শিমুলের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করেন।পরে রুনার গর্ভে ৩টি কন্যা সন্তান হলেও তাদের রেখে লাম্পট শিমুল কে তালাক দেয় প্রতিবেদক নুর জাহান রুনা এরপর নরসিন্দির গরীবের মেয়ে শিখা কে বিবাহ করে ।বর্তমানে শিখা বেগম শিমুলের ঘরে রয়েছে।
শিখা বেগম লম্পট শিমুলের সংসারে থাকা অবস্থায় অনুমতি ছাড়াই ঢাকার ধানমন্ডি এলাকার ৫ সন্তানের জননী নাহিদা আক্তার কে সম্পদের লোভে তার ইটালীর প্রবাসী স্বামীর সংসার থেকে পরকীয়া করে বিবাহ করে লম্পট শিমুল ।কিছুদিন নাহিদার সাথে সংসারী অভিনয় করে বুদ্ধিমতি নাহিদা লম্পট শিমুলের লম্পট বুঝতে পেরে নিজেকে গুটিয়ে নেয় লম্পট শিমুলের হাত থেকে ।এছাড়া বহু অপকর্মের হোতা লম্পট হাবিবুর রহমান শিমুল ।কালীর বাজারে অনু সন্ধানে স্হানীয় ব্যবসায়ীরা (নাম প্রকাশে অনিচ্ছুক )জানায় লম্পট শিমুল প্রতিদিন বিভিন্ন নারীদের সাথে ডেটিং এ ব্যস্ত থাকে মির্জা ফয়েজ এর ডেন্টালে প্রতিদিন রাত ৯ঘটিকার পরেই শুরু হয় লম্পট শিমুলের অপকর্ম লাম্পট্যে সহযোগিতা করেন মির্জা ফয়েজ ।কেউ প্রতিবাদ করতে সাহস পায় না কারন মির্জা ফয়েজের রয়েছে সুলতান নামের ছিচঁকে সন্রাসী বাহিনী ।চলবে, পাঠক চোখ রাখুন।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.