প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ৯:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ
পরিষ্কার নিয়ে প্রতিদিনের যন্ত্রণায় কি আপনি ক্লান্ত?
বাথরুম পরিষ্কার নিয়ে প্রতিদিনের যন্ত্রণায় কি আপনি ক্লান্ত?
দাগ যায় না, দুর্গন্ধ ওঠে, জীবাণুর ভয় মাথায় ঘোরে—যেন সমস্যার শেষ নেই। এবার আর চিন্তার কোনো কারণ নেই বাজারে এসেছে নতুন টয়লেট ক্লিনার—ব্রাইটো ক্লিন, যার উদ্যোগে রয়েছেন প্রোপাইটার শ্বাশত ব্যানার্জি।
আজকের ব্যাস্ত জীবনে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু অভ্যাস নয়—এটা পরিবারের নিরাপত্তা। আর সেই নিরাপত্তার দায়িত্ব এখন ব্রাইটো ক্লিন নিজের কাঁধে তুলে নিয়েছে।

অত্যন্ত অল্প পরিমাণ ব্যবহারেই ব্রাইটো ক্লিন মাত্র ১০ মিনিটে পুরো টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করে তোলে। দাগ, ময়লা, দুর্গন্ধ—সব যেন চোখের সামনে মিলিয়ে যায়। শুধু তাই নয়, এই ক্লিনারে ব্যবহৃত হয়েছে বিশেষ লেমন সুগন্ধী, যা সাধারণ বাজারের অন্য কোনো টয়লেট ক্লিনারে পাওয়া যায় না।

ফলে বাথরুম যেমন দৃষ্টিনন্দন পরিষ্কার থাকে, তেমনই প্রতিবার ব্যবহারের পর ভেসে আসে সতেজতার অনুভূতি।স্বাস্থ্যবিধি আজ প্রতিটি পরিবারের কাছে সবচেয়ে বড় প্রশ্ন।

আর তাই ব্রাইটো ক্লিন দিয়েছে এক অনন্য নিশ্চয়তা—10 গুণ জীবাণুমুক্ত বাথরুম। আপনার পরিবারের প্রতিটি সদস্যকে সুরক্ষার আবরণে ঢেকে রাখার এই অঙ্গীকারই ব্রাইটো ক্লিনকে করেছে আরও বিশেষ।
এবং শুধু তাই নয় ডিস্ট্রিবিউটর দের জন্য রয়েছে এক অনন্য সুযোগ এবং যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এটি এক সুবর্ণ সম্ভাবনার দরজা। যে কেউ মাত্র ৫,০০০ থেকে ১০,০০০ টাকা বিনিয়োগে ডিস্ট্রিবিউটর হতে পারেন।
আর ডিস্ট্রিবিউটর হলে পাচ্ছেন ৪০% থেকে ৫০% পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট—যা সত্যিই বাজারে বিরল। যারা ব্যবসার স্বপ্ন বুকে নিয়ে এগোতে চান, তাদের জন্য ব্রাইটো ক্লিন হয়ে উঠতে পারে সফলতার প্রথম সিঁড়ি।
পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকেই ডিস্ট্রিবিউটর নেওয়া যাবে।
যোগাযোগের ঠিকানা—
10/A/4 Baghajatin Road, Kolkata – 700036
Bus Stop: Tobin Road
Near Medplas Medicine Shop
Mobile: 8240583074
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.