দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী গরু-ছাগলের হাটগুলো জমে উঠতে শুরু করেছে।
এমন পরিস্থিতিতে ক্রেতাদের টানতে অভিনব এক অফার দিয়েছেন রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী স্থায়ী গবাদিপশুর হাটের এক বিক্রেতা।
তার কুরবানির গরুটি কিনলে ক্রেতাকে সঙ্গে একটি ছাগল ফ্রি দেবেন বলে ঘোষণা দিয়েছেন ওই বিক্রেতা। শুধু ঘোষণাই নয়, ফ্রি'র সেই ছাগলটি ওই গরুর সঙ্গে বেঁধে রেখে ক্রেতাদের আকর্ষিত করছেন তিনি।
এমন লোভনীয় অফার দেওয়া বিক্রেতার না মো. আইয়ুব। ক্রেতাদের আকর্ষণ করতে নিজের গরু ও ছাগলের নামও রেখেছেন তিনি।
গরুটির নাম শুকুরাজা ও ছাগলটির নাম ভোলা।
জানা গেছে, বিক্রেতা মো. আইয়ুবের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট থানার খেলনা ইউনিয়নের চঘড়ি বাদানিপাড়া গ্রামে। শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় শুকুরাজ, ভোলা ও আরো একটি গরু নিয়ে গাবতলী হাটে এসেছেন তিনি।
কথা হয় আইয়ুবের সঙ্গে। তিনি বলেন, শুকুরাজের বয়স সাড়ে তিন বছর। হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুটির ওজন ২০ মণ। উচ্চতা সাড়ে ৪ ফুট এবং লম্বায় প্রায় ৭ ফুট। এর সঙ্গে যে ছাগলটি ফ্রি দেওয়া হবে সেটির ওজন ৪০ কেজি।
সাড়ে ৭ লাখ টাকায় শুকুরাজকে বিক্রি করবেন বলে জানান আইয়ুব। তবে দামাদামি করে কিছু কম হলেও বিক্রি করবেন। এখন পর্যন্ত গরুটির দাম সাড়ে পাঁচ লাখ উঠছে বলে জানান তিনি।
আইয়ুব বলেন, এটি আমার খামারের প্রথম জন্ম নেওয়া গরু। শুক্রবার জন্মেছে বলে নাম রাখছি শুকুরাজ। আদর-যত্নে সাড়ে তিন বছর এটিকে লালনপালন করেছি। আমাদের গ্রামে শুকুরাজের থেকে বড় আর কোনো গরু নাই।
তিনি আরও বলেন, শুকুরাজকে প্রতিদিন ৭০০ টাকার খাবার খাওয়ানো হয়। তার খাবারের মধ্যে আছে সরিষার খৈল, গমের আটা, ভুসি, ধানের গুড়া, খড়, কাঁচা ঘাস। গরুটিকে আমি এতো ভালোবাসি যে, যিনি এটি কিনবেন তাকে একটি ছাগল উপহার দেব। ছাগলটি আমি শুকুরাজের সঙ্গে ফ্রি দেওয়ার জন্য কয়দিন আগে কিনেছি ৷ এমনকি যিনি কিনবেন তার বাসায় গরু ও ছাগল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার।
শুকুরাজ ছাড়াও আরো একটি গরু নিয়ে এসেছেন আইয়ুব। সেটির দাম ২ লাখ ৬০ হাজার টাকা।