নগর সংবাদ,,রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়।।পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং উপভোক্তা বিষয়ক দপ্তর এর উদ্যোগে 2022,ক্রেতা সুরক্ষা মেলা শুভ সূচনা
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং উপভোক্তা বিষয়ক দপ্তর এর উদ্যোগে 2022, আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্রেতা সুরক্ষা মেলা শুভ সূচনা হলো…..।
মেলার শুভ উদ্বোধন করলেন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অধ্যক্ষ পশ্চিমবঙ্গ বিধানসভার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় মাননীয়া রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, মাননীয়া মন্ত্রী শ্রীমতী ডাক্তার শশী পাঁজা, মাননীয়া রাষ্ট্রমন্ত্রী শ্রীমতি বিরবাহা হাঁসদা, উপস্থিত ছিলেন মাননীয়া শ্রীমতী সুপতী পান্ডে, এবং সমগ্র অনুষ্ঠানটি পৌরোহিত্য করেন মাননীয় মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভুঁইয়া মহাশয়, এছাড়া ছিলেন ডক্টর কল্যাণ রুদ্র ,ডাক্তার শম্ভু প্রসাদ চক্রবর্তী এবং সঞ্চালনায় ছিলেন শ্রী মলয় ঘোষ, সহ অন্যান্য নেতৃবৃন্দ ,
মেলা চলবে 25 শে মার্চ থেকে 27শে মার্চ প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি নটা, থাকছে সংগীত অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর এবং দর্শকদের জন্য থাকছে মেলায় নব্বইটি বিভিন্ন রকমের স্টল ,সরকারি ও বেসরকারি সংস্থার প্রদর্শনী, পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর সেমিনার , এছাড়াও প্রতিদিনের মেলায় অংশগ্রহণ করবেন অন্যান্য মন্ত্রী এবং শিল্পীরা চলবে সংগীত অনুষ্ঠানের মধ্য দিয়ে কি সুন্দর মেলার প্রদর্শনী শিল্পীদের মধ্যে থাকছেন শ্রী কুমার চ্যাটার্জী, ইন্দ্রানী মাহাতো ঝুমুর গান, সৈকত মিত্র সুরজিৎ চ্যাটার্জী বাংলা ব্যান্ড, আরো বহু নামিদামী শিল্পীগন, মেলায় সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে বিভিন্ন মন্ত্রীরা বললেন, এই মেলা করার মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে সজাগ করা, যাতে কোনভাবে কোন জিনিস কিনতে গিয়ে ঠকে না যায়, যদি মনে হয় তারা ঠকছেন, অতি অবশ্যই আমাদের দপ্তরে জানাতে পারবেন, এবং কোন জিনিস কিনতে গেলে বিল ছাড়া কিনবেন না, এছাড়াও বললেন দুয়ারে সরকার কেন গুলিতেও অংশগ্রহণ করছে উপভোক্তা বিষয়ক দপ্তর, আমাদের বিভিন্ন লিগাল সেল আছে, যদি কোন অভিযোগ পাই ,আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব..।