পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন নেহেরু মঞ্চে আয়োজন করেন লাইসেন্সের শিবিরের।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন আয়োজন করেন লাইসেন্স শিবিরের ১/১এ, ভ্যানসিটার্ট’র দ্বিতীয় তলা কলকাতা – ৭০০০০১।
ভারতীয় কোম্পানির আইনের অধীনে অন্তর্ভুক্ত অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। গতকাল ৬ই আগাস্ট বুধবার ঠিক সকাল ১০টায় চিলড্রেন পার্ক বা নেহেরু শিশু জাদুঘর,
চৌরঙ্গী রোড (রবীন্দ্র সদনের মেট্রো স্টেশনের কাছে) , অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স আয়োজন করা হয়, পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি ও জরুরী পরিষেবার সহযোগিতায় WBPDA আয়োজিত হয় ফায়ার লাইসেন্স।
এই সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করেন রাষ্ট্রপতি শ্রী অরুণ কে . সিঙ্গানিয়া, কার্যকরী সভাপতি শ্রী প্রসেনজিৎ সেন , সহ সভাপতি শ্রী সুরজিৎ কোলে, শ্রী অভিজিৎ হাজরা, শ্রী বসন্ত কৃ.শন, স্বপন কে . সাহা ,
মাননীয় সাধারণ সম্পাদক শ্রী কল্যান কৃষ্ণ মান্না, জেটি সচিব শুভদীপ লাল মিত্রা, শ্রী অনির্বাণ সাহা , কোষাধক্ষ্য শ্রী অরিন্দম কৃষ্ণ সাহা , সহকারি সচিব অরিজিৎ বিষই ,ইন্দ্রনীল দে , রাজেশ আগারওয়াল।
এনারা সবাই নিজেদের বক্তৃতাতে বললেন আমরা আনন্দের সহিত পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি ও জরুরী পরিষেবার বিভাগের ডিলার্স তাদের অগ্নি লাইসেন্স
এর ঝামেলা মুক্ত নবায়নের সহযোগিতায় এটি একটি লাইসেন্স শিবিরের আয়োজন করে। এই অনুষ্ঠানে আরেকজন বিশেষ অতিথী উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি ও জরুরী পরিষেবা বিভাগের বিশেষ সচিব শ্রী উৎপল ভদ্র, আইএএস।
এবং এই অনুষ্ঠানে তিনি অনেক কিছু আলোচনা করলেন এবং বললেন যে তারা যে প্রক্রিয়াটা করলেন অনলাইনের মাধ্যমে ডিলারদের আর কারোর কাছে গিয়ে লাইসেন্স বের করতে হবে না। এবং বারে বারে কোন অফিসে ঘুরতেও হবে না এখানে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিলাপ করতে হবে ডিলারদের।
কম্পিউটার স্কিনে ই তাদের কি কি লাগবে ডকুমেন্টস জেনে যাচ্ছেন কাস্টমার চাইলে নিজেরাই অনলাইন এর মাধ্যমে ফর্ম ফিলাপ করতে পারে, তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন, যাতে মানুষকে বিভিন্ন রকম ভাবে ঠকতে না হয়। তারা সঠিক জায়গায় পৌঁছাতে পারেন। ঘন্টার পর ঘন্টা অফিসে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় কখন নাম্বার আসবে একে পর এক, সারাদিনের প্ররিশ্রম মানুষ কে ক্লান্ত করে দেন,তাই এনারা মানুষের কাছে সহজ প্রশিক্ষণ দিলেন
কিভাবে এটা অনলাইনে মাধ্যমে করতে হবে। মানুষের জীবনে সময়ের অনেক দাম ,যাতে সেই সময়টা বাঁচে। সমস্ত ডিলাররা যেন লাইসেন্স করা একা একাই শিখে যাবেন। নতুন প্রজন্মকে এই বার্তা দিলেন
আজকের এই অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স এসোসিয়েশন। মিডিয়া বন্ধুদের পক্ষ থেকে রইল শুভেচ্ছা অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন যেন এই ভাবেই সমাজের নতুন নতুন প্রকল্প নিয়ে আসেন।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””