পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে, পালিত হলো, জয় হিন্দ সাবাশ( সেনা সম্মান যাত্রা)
–সম্পা দাস-সম্পাদক ,নগরটিভি,দৈনিক নগর সংবাদ,,নগর সংবাদ ২৪ ডটকম
২৭শে মে মঙ্গলবার, ঠিক বিকেল সাড়ে চারটায়, বিধান সরনী ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে পালিত হলো, জয় হিন্দ সাবাশ( সেনা সম্মান যাত্রা ), শুরু হয় স্বামী বিবেকানন্দের জন্মভিটা থেকে শহীদ ক্যাপ্টেন কনাদ ভট্টাচার্যের নিবাস পর্যন্ত। একই সাথে পালিত হলো, জহরলাল নেহেরু তীরধান দিবস।
সেনা সম্মান যাত্রায় উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, পশ্চিমবঙ্গ কংগ্রেসের প্রধান পর্যবেক্ষক ও সাধারণ সম্পাদক, গোলাম আহমেদ মীর, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য্য , সম্পাদক এ আই সি সির অম্বা প্রসাদ, সেক্রেটারী এ আই সি সি আসিফ আলি খান, এছাড়া উপস্থিত ছিলেন প্রদীপ প্রসাদ, সৌরভ প্রসাদ, আশুতোষ চ্যাটার্জী, সুদীপ্ত মহাশয় ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
এই শোভাযাত্রা শুরু হয়, জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে এবং স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের পর, প্রাক্তন সেনা, প্রাক্তন কর্নেল, প্রাক্তন নৌবাহিনী অফিসারদের, উত্তরীয় পরিয়ে, হাতে পুষ্পস্তবক ও একটি করে সংবিধানের বই ও মিষ্টির প্যাকেট দিয়ে সম্মানিত করে , এই শোভাযাত্রা শুরু করেন।
কয়েক হাজার কংগ্রেস সদস্যদের উপস্থিতিতে, একটি সুন্দর বন্যার্ধ শোভাযাত্রার মধ্য দিয়ে, জাতীয় পতাকা ও দলীয় পতাকা এবং মশাল মিছিলের মধ্য দিয়ে , সেনা সম্মান পদযাত্রা শুরু হয়, এই পদযাত্রা বিধান সরণি ধরে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের পর টালা পার্কের সামনে শহীদ ক্যাপ্টেন কনাদ ভট্টাচার্যের নিবাসে গিয়ে শেষ হয় এই পদ যাত্রা, এই পদ যাত্রার মধ্য দিয়ে সংবিধান বাঁচানোর ডাক দেন। সংবিধানের বই নিয়ে সারা রাস্তা পরিক্রমা করেন।
বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে, একটি সুন্দর ক্যাপশন তুলে ধরেছেন,…… যারা নিরবে দিল প্রাণ, হাজার রক্ত গোলাপে লেখা থাকুক, শুধু তাদেরি জয়গান।মঞ্চে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য মধ্য দিয়ে, সভাপতি শুভঙ্কর সরকার ও সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর বলেন , আজ আমরা এই পদযাত্রা কোন ভোট পাওয়ার জন্য করিনি, যারা দেশের জন্য লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন, কারগিলের যুদ্ধে প্রাণ হারিয়েছেন, দেশকে রক্ষা করেছেন,সেই সকল বীর যোদ্ধাদের শ্রদ্ধা ও সম্মান জানাতে আজকের এই পদযাত্রা। শুধু তাই নয় যে সকল প্রাক্তন অফিসাররা একদিন দেশকে রক্ষা করার জন্য পরিবার ছেড়ে সারা জীবন দেশ রক্ষার কথা ভেবেছেন ,নিজেদেরকে দেশের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, দেশকে রক্ষা করার চেষ্টা করেছেন সেই সকল অফিসারদের আজকে শ্রদ্ধা জানিয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। কারণ এনারাই দেশ রক্ষার কারিগর, তাই আজ যেমন সকল বীরপুরুষদের আমরা শ্রদ্ধা জানালাম, ঠিক একই ভাবে জানালাম সকল বীর যোদ্ধাদের। এর সাথে সাথে ধিক্কার জালালেন ট্যামকে, তোমার কোন কিছু আমরা মানবো না।আজ মিছিল শেষে সকল কংগ্রেস সদস্যদের ধন্যবাদ জানালেন ও কৃতজ্ঞতা জানালেন, অংশগ্রহণ করার জন্য এবং পদযাত্রাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য
–সম্পা দাস-সম্পাদক ,নগরটিভি,দৈনিক নগর সংবাদ,,নগর সংবাদ ২৪ ডটকম