রিপোর্টার.কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
আজ ৩রা জুন, শনিবার, দুপুর দুটোই শুরু হয় হাজরা মোড়ে এক ঐতিহাসিক সমাবেশ, তৃণমূল কংগ্রেসের ডাকা এই সমাবেশে ,কয়েক হাজার রাজ্য সরকারি কর্মচারী উপস্থিত হন, বিভিন্ন জেলা থেকে আগত দূর-দূরান্ত থেকে আগত রাজ্য সরকারি কর্মচারীরা দলে দলে আসতে থাকেন, একদিকে যেমন মেট্রোর গেট বন্ধ করে দেওয়া হয়, অন্যদিকে সারা হাজরা মোড়ের বাস রাস্তা বন্ধ হয়ে যায়,...।
কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বঞ্চনা ও বিরোধীদের অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে বাংলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং কেন্দ্রীয় সরকারের কাছে পাওনা আদায়ের দাবিতে আজকের এই ঐতিহাসিক সমাবেশ। মাননীয় মন্ত্রী মানস ভূঁইয়া আর নেতৃত্বে, এবং ফেডারেশনের সভাপতি প্রতাপ নায়েকের উপস্থিতিতে ও পরিচালনায় এই সুবিশাল সমাবেশের আয়োজন করা হয়,... আজকের সমাবেশে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মানুষ ভূঁইয়া, মাননীয় মন্ত্রী শশী পাঁজা, মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মাননীয় বিধায়ক দেবাশীষ কুমার, মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু,, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস, মাননীয় রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী, মাননীয় সাংসদ মালা রায়, মাননীয় মন্ত্রী ও কলকাতা কর্পোরেশনের মহানাগরিক ফিরহাদ হাকিম, মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মাননীয় বৈশ্বানর চট্টোপাধ্যায় , মাননীয় কাউন্সিলর সুদীপ পোল্লে, মাননীয় কাউন্সিলর রাজীব দাস, সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর এবং এবং তৃণমূল কংগ্রেসের সদস্যবৃন্দরা ও ফেডারেশনের সদস্যবৃন্দরা। আজকের এই মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে বিভিন্নভাবে আক্রমণ করলেন , সভা শুরু হওয়ার আগে উড়িষ্যার দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করলেন, এবং বললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের সমস্ত রকম ভাবে সহযোগিতা করছেন এবং আমাদেরকে বিভিন্ন কাজের পথ দেখাচ্ছেন তিনি একমাত্র পারেন সকলকে রক্ষা করতে। কিন্তু কিছু বিরোধী দল এবং কেন্দ্রীয় সরকার তাকে জব্দ করার জন্য, বিভিন্ন কৌশল করছেন, কিন্তু তবুও তাকে আটকে রাখতে পারছেন না , শুধু ইডি , আর সি বি আই, এই ভয় দেখাচ্ছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কে এইভাবে আটকে রাখতে পারবেন না, বুঝিয়ে দিচ্ছেন জনজোয়ার কাকে বলে..।
এর সাথে সাথেই উপস্থিত মন্ত্রী মহোদয়রা আজ বলেন, যিনি বাংলার মা ,তিনি সবার মা, তার সবাই আমরা সন্তান। তিনি সবসময় আমাদের কথা ভাবেন, তাই সমস্ত সাধারণ মানুষের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা করে দিয়েছেন , তিনি রাজ্য সরকারী কর্মচারীদের পুরো ডি এ ও ভাতা দিতে পারতেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের কাজেই রাজ্য সরকারের প্রচুর টাকা আটকে রয়েছে, কাজ করিয়ে টাকা দিতে পারেননি, তাই আমাদের দিদি হাজার চেষ্টা করলেও সম্পূর্ণ করতে পারছেন না রাজ্য সরকারি কর্মচারী, থেকে শুরু করে বিভিন্ন কর্মচারীদের,, শুধু তাই নয় কেন্দ্রীয় সরকার আমাদের এখান থেকে রাজস্ব আদাই করে নিয়ে যায় কিন্তু তবু আমাদের টাকা আটকে রাখছে, আমাদের দিদিকে জব্দ করার জন্য কিন্তু পারবেন না কোনদিন জব্দ করতে,। তাই মানুষ আজ ভোটে বুঝিয়ে দিচ্ছেন কোন কিছুতেই আপনি জিততে পারবেন না আমরা সব সময় দিদির পাশে আছি, আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিত্যনতুন প্রজেক্ট তৈরি করে আমাদের উপহার দিচ্ছেন