সারাদেশে পালিত হল যোগ দিবস ২০২৪। আজ একুশে জুন শুক্রবার, আন্তর্জাতিক যোগ দিবস
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
প্রতি বছরের ন্যায়, পশ্চিমবঙ্গ সহ সারা দেশে, এমনকি কলকাতা সহ জেলায় জেলায় , বিভিন্ন সংস্থা থেকে শুরু করে যোগ প্রশিক্ষণ বিভাগ গুলি , আজকের দিনটি উদযাপন করছেন।
আন্তর্জাতিক যোগ দিবস পালন করছেন, দীঘায় যোগের মধ্য দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং এই যুগ শিক্ষার মধ্য দিয়ে তিনি বার্তা পৌঁছে দিতে চলেছেন জনগণের কাছে,
তেমনি বিভিন্ন জায়গার মতো, কোলাঘাটের যদুপুর গ্রামে, পূর্ব মেদিনীপুর জেলার, ডায়নামিক যোগ অ্যাসোসিয়েশন ও যদুপুর যোগাসন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো, প্রায় একশোরও বেশি ছাত্র-ছাত্রী এই যোগাসনে অংশগ্রহণ করেন,
এবং সবার সামনে বিভিন্ন যোগসন গুলি তুলে ধরেন, শুধু তাই নয়, যোগ ব্যায়ামের পাশাপাশি মানব জীবনের যোগাভ্যাস কতোখানি মূল্যবান ,তা নিয়ে আলোচিত হয়।
সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে শিক্ষক মহাশয়রা জানান যোগব্যায়াম হচ্ছে শরীরে একটি মূল্যবান শারীরিক শিক্ষা, যা মানুষের সমস্ত নাটকে সচল করে রাখে এবং দের অঙ্গ-প্রত্যঙ্গকে স্বাভাবিক করে তোলে, সুস্থ রাখে মনকে ভালো রাখে,
রোগ থেকে মুক্তি পেতে পারে। প্রতিদিন যদি নিয়ম মেনে এই যোগাসন গুলি করেন, তাহলে শরীরের মধ্যে রোগ ঢোকার সম্ভাবনা খুবই কম। তো আমরা ইদানিং বিলাসিতা মধ্যে নিজেদেরকে কাটিয়ে থাকি তাই এই সকল যোগ ব্যায়াম ভুলে যাই,
এটা আমাদের কতখানি মূল্যবান, তাই আজ আন্তর্জাতিক যোগ দিবস থেকে সকলকে একটিবার্তা দেবো, শরীর সুস্থ রাখতে অতি অবশ্যই যোগব্যায়াম প্রয়োজন। ছেলে মেয়েদের ছোট থেকে অভ্যাস করানো অতি অবশ্যই দরকার। যাতে ছোট থেকে শরীর মন সুস্থ ভাবে বেড়ে ওঠে।