প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৫:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৫, ১:১২ পূর্বাহ্ণ
পাঁশকুড়ার মাইসোর গ্রামে, ১০৪ বছরের বৃদ্ধা দেবেন্দ্রনাথ আদক কে দাহ করলেন, ব্যান্ড পার্টি ও নৃত্য সহযোগে।
পাঁশকুড়ার মাইসোর গ্রামে, ১০৪ বছরের বৃদ্ধা দেবেন্দ্রনাথ আদক কে দাহ করলেন, ব্যান্ড পার্টি ও নৃত্য সহযোগে।
""সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম """ কলকাতা বু্রো
১৩ই জানুয়ারী সোমবার, পাঁশকুড়া মাইসোর গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দর পুর পাটনা গ্রামের ১০৪ বছরের বৃদ্ধ দেবেন্দ্রনাথ আদক, কত কাল রাতে তাহার মৃত্যু হয়। তার এই দীর্ঘ জীবনের পর ১০৪ বছর বয়সে পরলোক গমনের কারণে, তার বাড়ির আত্মীয়-স্বজন ও নাতিরা ব্যান্ড পার্টি ও নৃত্য সহযোগে আনন্দ উৎসাহের সহিত তাকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যান দাহ করার জন্য।
এরকম একটি নজরবিহীন ঘটনায় হতবাক সকলে এবং এলাকার মানুষজন ও পাড়া প্রতিবেশীরা। মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকার বুকে এই প্রথম নজির বিহীন ঘটনা, বর্তমান সময়ে বহু মানুষ বিভিন্ন শারীরিক কারণে ৫০ পাওয়ার হওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন, সেই জায়গায় দেবেন্দ্রনাথ আদক দীর্ঘ বছর জীবিত থাকার পর, এই বয়সে পরলোকগমন করার কারণেই আত্মীয়- স্বজন থেকে শুরু করে প্রতিবেশীরা আনন্দের সহিত তাকে দাহ করতে নিয়ে যান,
তাদের কাছে মৃত্যুটা দুঃখের নয়, এটা আনন্দের বলে জানান। সকাল থেকেই এলাকার প্রতিবেশীরা ভিড় জমাতে থাকেন এই মৃতদেহের সামনে,
এবং একে একে বাজন্দারেরা আসতে শুরু করে, তাহার পর মরদেহ সাজিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেন,
মৃতদের প্রথম ভাগে ছিল ব্যান্ড পার্টি ও খোল কাপ্তালরা, তাদের বাজনার তালে তালে সকলে নৃত্য করতে করতে এগিয়ে যান শ্মশানের দিকে।
বাড়ির অনেকেই জানালেন, কারো দাদু, কারো জেঠু ,কারো বাবা, আমরা ওনাকে এইভাবে সম্মানের সহিত দাহ করতে নিয়ে যেতে পেরে খুশি। ওনার আত্মার প্রতি শান্তি কামনা করি।
""সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম """ কলকাতা বু্রো"
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.