সোমবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৩:৪৪
শিরোনামঃ
স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘দ্রুত দেশে ফিরবেন-লুৎফুজ্জামান বাবর। পটুয়াখালীতে দুই শিশুকে “বদজ্বিন ভর করেছে”ভয় দেখিয়ে গভীর রাতে ধর্ষণ-থানায় মামলায় গ্রেফতার জামিনে এসে মামলা তুলে নিতে হুমকি আড়াইহাজারে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু চৌহালীতে বৈন্যা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা বিনা বেতন-ভাতায় চাকরি করছে ১৩ শিক্ষক আশুলিয়ায় সন্তানসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে-রক্তদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চলে গেলেন লোকসংগীতের বরেণ্যশিল্পী ফরিদা পারভীন নোয়াখালীতে চালের টিন কেটে ওষুধ দোকানে দুর্ধর্ষ চুরি বিএনপি নেতাকে আ.লীগ বানিয়ে অপপ্রচার। শিশুদের লেখনশৈলী উন্নয়নে রাউজানে হাতের লেখা শেখার পাঠশালা উদ্বোধন

পাওনা টাকা চাওয়ার জেরে পিটিয়ে হত্যার অভিযোগ 

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৯, ২০২৫, ১০:৫৩ অপরাহ্ণ
  • ৮৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

পাওনা টাকা চাওয়ার জেরে পিটিয়ে হত্যার অভিযোগ

নেত্রকোনায় পূর্বধলায় পাওনা টাকা চাওয়ার জেরে নজরুল ইসলাম (৪০) নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যু হয়। রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে।

নিহত নজরুল ইসলাম উপজেলার ছোছাউড়া গ্রামের আক্কাছ উদ্দিনের ছেলে। তিনি পেশায় মুদিদোকানি ছিলেন। অভিযুক্ত ফুপাতো ভাই মানিক মিয়া একই গ্রামের আবদুল মালেকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, নজরুল ইসলাম তার বাড়ির পাশে একটি মুদি ও চায়ের দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। তার দোকান থেকে বাকিতে পণ্য কিনতেন তার ফুপাতো ভাই মানিক মিয়া। তার কাছে ২০০ টাকা পাওনা ছিল। কিন্তু দীর্ঘদিন হলেও পাওনা টাকা পরিশোধ করেননি মানিক।

সম্প্রতি নজরুল তার ফুপাতো ভাই মানিককে টাকা পরিশোধ করতে বেশ কয়েকবার তাগাদা দেন। শুক্রবার সকালে মানিক দোকানে গেলে টাকার জন্য আবার তাগাদা দেন। এসময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উভয়কে থামিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরে যান মানিক।

ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল ইসলাম স্থানীয় স্টেশন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির পাশেই লাঠি দিয়ে তাকে পিটিয়ে আহত করেন মানিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় মারা যান নজরুল।

এ বিষয়ে জানতে মানিক মিয়ার ফোনে যোগাযোগ করলে তা বন্ধ করা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার পর থেকে তিনি পলাতক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell