প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৫, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৪, ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ণ
পাগলবেশে থাকা হত্যা মামলার আসামি গ্রেফতার
পাগলবেশে থাকা হত্যা মামলার আসামি গ্রেফতার
মুজাহিদুল ইসলাম সোহেল,,নোয়াখালী প্রতিনিধি ।।নোয়াখালীর সোনাইমুড়ীতে পাগলবেশে থাকা হত্যা মামলাসহ তিন মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো.হিরন (২৭) উপজেলার মোটবী গ্রামের আবদুল গোফরানের ছেলে।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে,গতকাল রোববার উপজেলার বজরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দীঘির জান ব্রীজের উপর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি পাগলবেশে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। সে একটি হত্যা মামলাসহ ৩ মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.