দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ জুন) স্বপ্নের এ সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে জনসভা অনুষ্ঠিত হয়। সেই সভাতে মঞ্চের সামনে প্রধানমন্ত্রীর বক্তব্যর শেষে দেখা যায় অভাবনীয় এক দৃশ্য।
পদ্মা সেতুর আদলে তৈরি করা জনসভার মঞ্চকে আরও জীবন্ত রূপ দিতে সামনে রাখা হয় জলাধার। আর সেই পানিতে রাখা হয় নৌকাও। এর মধ্যে পানিতে নেমে এক কিশোরী সাঁতরে এগিয়ে যেতে থাকেন মঞ্চের দিকে। মঞ্চের কাছাকাছি গিয়ে সে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে কথা বলতে শুরু করেন।
এদিকে প্রধানমন্ত্রীও তার বক্তব্য শেষ করে কিশোরীর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। তবে তাদের মধ্যে কি কথা হয়েছে তা শোনা যায়নি।
এমন অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিশোরিকে বাধা দিতে গেলে, মঞ্চে থাকা দলটির জেষ্ঠ্য নেতারা তাতে নিষেধ করেন। এর পর ওই কিশোরী প্রধানমন্ত্রীর কথা শুনে উচ্ছ্বসিত হয়ে সাঁতরে মঞ্চের কাছে চলে যায়। প্রধানমন্ত্রীর এমন উদার আচরণে প্রশংসা করছেন দলটির নেতারা।