গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী মধ্যপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় উত্তেজিত জনতা ওই বাড়িতে অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে স্থানীয় জনতা ওই বাড়িতে অগ্নিসংযোগ করে। এর আগে বুধবার (৬ আগস্ট) রাতে ওই গৃহবধূর মৃত্যু হয়।
নিহত গৃহবধূ হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী মধ্যপাড়া এলাকার নুরুল ইসলামের স্ত্রী সুইটি আক্তার নিশি (২০)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার বরমী মধ্যপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে নুরুল ইসলামের সঙ্গে সুইটি আক্তার নিশির এক বছর আগে বিয়ে হয়। নুরুল ইসলাম মাদক সেবন ও ব্যবসা করতেন। বুধবার বিকেলে তাদের স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে নিশিকে তার স্বামী নুরুল ও শাশুড়ি জুবেদা খাতুন মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে রাতে নিশির মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর লাশ উদ্ধার এবং নিহতের শাশুড়ি জুবেদা খাতুনকে গ্রেপ্তার করে। এক পর্যায়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার জের ধরে স্থানীয় জনতা নুরুলের বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর নিহতের স্বামী পালিয়ে যান। নিহতের শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।