নারায়ণগঞ্জ শহরে ঘটনার পরপরই পালিয়ে গেছে রোজি বেগম নামের ওই নারী। সদর উপজেলার বাবুবাইল এলাকায় জুলহাস মিয়ার ভবনের তৃতীয় তলার বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত ২৬ বছর বয়সী মোহাম্মদ রানা বাবুরাইল এলাকার আহম্মদ আলীর ছেলে। তিনি হোসিয়ারী কারখানায় কাজ করতেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর মডেল থানার পুলিশ পরির্দশক মো. সাঈদ জানান, পারিবারিক কলহের জেরে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় রোজি তার বাবার বাড়ি বরিশাল উজিরপুর বসবাস করতো। বাবুরাইল এলাকার ভাড়া বাসায় একাই থাকতো রানা।
গতকাল রাতে রানা বাসায় এসে দেখে স্ত্রী রোজিকে। সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামীকে ছুরিকাঘাত করে ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায় রোজি। আহত রানার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক স্ত্রীকে আটকের অভিযান চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে।