১৬ই ডিসেম্বর শনিবার, ঠিক সন্ধ্যা সাতটায়, ডায়মন্ড কুইন গ্রুপের পরিচালনায় এবং রুমা দে ও সৌমিত্র ভাদুড়ীর উদ্যোগে, কলকাতা বরানগর রাজদীপ হলে একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পার্বণী হাটের শুভ সূচনা হয়।
এই প্রদর্শনী ও উৎসব চলবে ১৬ই ডিসেম্বর থেকে ১৮ ই ডিসেম্বর পর্যন্ত, সকল দর্শক ও পেটুক প্রেমীদের জন্য খোলা থাকবে। সম্পূর্ণ মহিলাদের দ্বারা এবং মহিলাদের জিনিস নিয়েই এই প্রদর্শনীর আয়োজন,
হাতের তৈরি খাবার থেকে ,হাতের কাজের জিনিস পর্যন্ত ,এটি একটি অন লাইন প্ল্যাটফর্ম ও অফলাইন প্রদর্শনী, তবে মহিলা উদ্যোক্তারা আশা করছেন,এই তিনটে দিন দর্শকদের এবং খাওয়া পেটুক প্রেমীদের ভিড় থাকবে
তৈরি হয়েছে একতলা ও দোতলা নিয়ে। এই প্রদর্শনীতে থাকছে মহিলাদের হাতের তৈরি সুন্দর শাড়ি, হাতের তৈরি বিভিন্ন অর্নামেন্ট, থাকছি হাতের তৈরি সুন্দর সুন্দর চকলেট ,কেক ও জলের বোতল, পেটুক রসিকদের জন্য সুন্দর সুন্দর খাবার,
আর তার সাথে রয়েছে বর্ধমানের নামকরা বিখ্যাত মিহিদানা, সীতাভোগ এবং শক্তিগড়ের ল্যাংচা, জিবে জল আনা খাবার। আর শীত কাল মানেই ভিন্ন স্বাদের মেলা, ছেলে মেয়েদের আনাগোনা,আর অন্যান মাসের তুলনায় ,
এই শীতকাল কয়দিন ছেলেমেয়েরা একটু আনন্দ করে এবং পরিবারেরা ঘুরতে বেরোয় বাড়ির কাজ সেরে। কিছুটা আনন্দ উপভোগ করতে, শীতকালে চিড়িয়াখানা থেকে শুরু করে বিভিন্ন মেলা ও অডিটরিয়ামে ভিড় দেখা রায় ,
তেমনি শীতকালে পাওয়া যায় মুখে জল আনা খাবার।একটু আলাদা অনুভব এনে দেয় এই শীতকালে, তেমনি চতুর্দিকে দেখা যায় রংবেরঙের ফুলের বাহার, সেই রকম এই পার্বণী মেলাও সেজে উঠেছে একেবারে নতুন আঙ্গিকে। একটু এসে দেখলে, বোঝা মুশকিল। মেয়েরা কী না পারে