– মাহবুব আলমঃ চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার ওসি কবির হোসেন পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন। মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সন্দ্বীপ থানার ওসিকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পিপিএম পদক প্রদান করা হয়েছে। রাজারবাগ পুলিশ প্যারেড গ্রাউন্ডে মঙ্গলবার পুলিশ সপ্তাহের প্রথম দিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সর্বাধিকসংখ্যক ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্দ্বীপ থানার ওসি কবির হোসেনকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ফোরাম বিসিআরএফ এর সভাপতি জনাব কল্লোল আলী বাবু সহ গনমাধ্যমের অন্যান্য ব্যক্তিত্বরা পুলিশ পদকপ্রাপ্ত (পিপিএম)প্রাপ্ত হওয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান। ওসি কবির হোসেন যুগান্তরকে বলেন, পিপিএম পদক সবার স্বপ্ন থাকে। এ অর্জনে আমি খুবই আনন্দিত। আমি সবসবয় সেবার মানসিকতায় কাজ করে যাচ্ছি। পুরস্কারপ্রাপ্তি কাজের গতি আরও বাড়িয়ে দেয়।