শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেসা খানম কনের বাড়িয়ে গিয়ে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ভুয়া জন্ম নিবন্ধন বানিয়ে ফুপাতো ভাইয়ের সঙ্গে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের মোস্তফা খলিফার নবম শ্রেণি পড়ুয়া মেয়ের (১৪) বিয়ে ঠিক হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেসা খানম ঘটনাস্থলে উপস্থিত হন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে বরসহ তার স্বজনরা পালিয়ে যান। পরে বাল্যবিয়ের আয়োজনের কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, বাল্যবিয়ে বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।